আপনার ঈশ্বরীয় ডাক খুঁজে পাওয়া

ঈশ্বরীয় ডাক কি?

আমাদের ঈশ্বরীয় ডাক হয় যে প্রধান কাজ যে ঈশ্বর আমাদের করতে বাসনা করেন আমাদের জীবন দিয়ে। অনেকের জন্য সরলভাবে তার মানে পরিবার মানুষ করা, না বিশ্বস্তভাবে চাকরিতে কাজ করা এবং খ্রিস্টের প্রতিনিধি হওয়া। কিন্তু ঈশ্বরের আমাদের এক একের জন্য নির্দিষ্ট ডাক আছে।

কীভাবে আমরা সেটা খুঁজে পেতে পারব?

বাইবেল বলে (যিরমিয় ২৯:১১): "কেননা, সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সঙ্কল্প করিতেছি, তাহা আমিই জানি; সেই সকল মঙ্গলের সঙ্কল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সঙ্কল্প!"

চার অধ্যায় পরে (যিরমিয় ৩৩:৩), ঈশ্বর বলেন: "তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জান না।"

আমাদের যে সব ভবিষৎ কাজ পবিত্র আত্মার জ্ঞানের মদ্ধে। আমাদের শুধু তাঁর নির্দেশ অপেক্ষা করতে হয়। তাঁর নিদেশ তাঁর বাক্যের মধে। তাঁর নির্দেশ আমাদের অন্তরে জ্বলছে। আপনার কামনা কি? আপনি কিসে দিনরাত ভাবনা করছেন? আপনার স্বপ্ন ও আশা কি? এরকম প্রশ্ন নিয়ে আমরা তাঁর ডাক খুঁজে পেতে শুরু করতে পারি।

ইফিষীয় ২:১০ বলে "কারণ আমরা তাঁহারই রচনা, খ্রীষ্ট যীশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট; সেইগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি"

খাতা না ফোন নোটপ্যাড নিন। আপনার অন্তরের পাঁচ এতই উল্লেখযোগ্য কামনা লিখবেন। শুধু তা নয়, সম্পৃক্ত কাজের সুযোগ লিখবেন, মানে সেভাবে আপনি এই যে ধার্মিক কামনা পূরণ করতে পারবেন। প্রার্থনা করতে শুরু করবেন যদি এই কামনাগুলো তাঁর ডাকের প্রতিফলিত হয় কিনা। যেমন আপনি তার উত্তর শুনতে পারবেন, তেমনই আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন ঠিক যে ডাক ঈশ্বরের আছে আপনার জীবনের পক্ষে।