মুসলমানদের পক্ষে ঈসা মসিহের মামলা - ১

ঈসা/যিশু আল্লাহর পুত্র হিসাবে, ঈশা ত্রিত্বের মধ্যে

মুসলমানরা ঈসাকে ঈশ্বর/আল্লাহর পুত্র হিসাবে স্বীকার করে না। তার মানে না যে এরা তাঁকে সম্মান করে না, কিন্তু তাদের মনে, যদি কেউ ধারণাগতভাবে আল্লাহর সাথে সংযুক্ত করা যায় তবে সেটা ধর্মনিন্দা। (সূরা ৪:৪৮, ১১৬).

কোনও খ্রিষ্ঠান নেই যে বিশ্বাস করে আল্লাহ বিবি মরিয়মের সঙ্গে যৌনমিলিত হলো। খ্রিস্টানরাও তেমনই এই ধারণাটি একদম জঘন্য বলে মনে করে। হতে পারে মুসলমানদের এই অনুমান আছে খ্রিষ্টানদের বিষয়ে, কিন্তু বাস্তবিক তাতে কোনও সত্য নেই।

ঈশার পুত্রত্ব বলতে তাঁর অনন্তকালীন ঘনিষ্ঠ সম্পর্ক তাঁর স্বর্গস্থ পিতার সঙ্গে বোঝায়। আবার তাতে বলতে হবে যে এঁরা আলাদা রূপ - কিন্তু তাঁরা এক হন - তিন নন।

বাষ্প কি H2O? পানি কি H2O? বরফ কি H2O? হ্যাঁ। তেমনই, খ্রিস্টানদের তিনটি আল্লাহ আছে নয়, কিন্তু একজন আল্লাহ আছে, যিনি নিজেকে ত্রিত্বের মাধ্যমে প্রকাশ করেন। তিনি পবিত্র, তিনি নায্য।