শারীরিক আরোগ্যলাভ বাইবেলের পদ

বাইবেল কী বলে আরোগ্যলাভ বিষয়ে? তাঁর বাক্যের উপর ধ্যান করবেন মন পরিবর্তনের উদ্দেশ্যে।

বাইবেলের পদ

পুরাতন ব্যবস্থাতে:

যাত্রাপুষ্টক ১৫:২৬:

"আমি সেই সদাপ্রভু, যিনি তোমাদের সুস্থ করেছেন।" (BCV)

"আমিই সেই প্রভু যিনি তোমাদের আরোগ্য দান করেছেন।" (BERV)

"কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী।" (OV)

"আমি সদাপ্রভুই তোমাদের সুস্থতা দান করি।" (SBCL)

গীতসংহিতা ১০৩:৩:

"তিনি [ঈশ্বর] আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন।" (BCV)

"তিনি তোমার সমস্ত অধর্ম্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতীকার করেন।" (OV)

যিশাইয় ৫৩:৫:

"তাঁর (যিশুর) ক্ষতসকলের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম।" (BCV)

"তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল।" (OV)

"তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি।" (SBCL)

"তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল।" (BERV)

নতুন ব্যবস্থাতে:

মথি ৮:১৭:

'"তিনি (যিশু) আমাদের দুর্বলতা গ্রহণ করলেন, আমাদের ব্যাধিগুলি বহন করলেন।" (BERV)

"তিনি আমাদের সমস্ত দুর্বলতা তুলে নিলেন, আর আমাদের রোগ দূর করলেন।" (SBCL)

১ পিতোর ২:২৪:

“তাঁরই (যিশুর) সব ক্ষত দ্বারা তোমরা আরোগ্য লাভ করেছ।” (BCV)

“তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ”। (OV)

"তাঁর দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে।" (SBCL)

"তাঁর দেহের ক্ষত দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ।" (BERV)

মথি ৯:৩৫:

যীশু বিভিন্ন নগর ও গ্রাম পরিক্রমা করতে লাগলেন। তিনি তাদের সমাজভবনগুলিতে শিক্ষা দিতে ও স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন। তিনি সব ধরনের রোগ ও ব্যাধি দূর করলেন।" (BCV)

"আর যীশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন; তিনি লোকদের সমাজ-গৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং সর্ব্বপ্রকার রোগ ও সর্ব্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন।" (OV)

মার্ক ৫:৩৪:

'যীশু তাঁকে বললেন, “মা, তুমি বিশ্বাস করেছ বলে সুস্থ হয়েছ। শান্তিতে চলে যাও, তোমার আর এই কষ্ট না হোক।”' (SBCL)

'তখন যীশু তাকে বললেন, “তোমার বিশ্বাস তোমাকে ভাল করেছে, শান্তিতে চলে যাও ও তোমার রোগ থেকে সুস্থ থাক।”' (BERV)