ঈশ্বরের রাজের উদ্দেশ্যে পরিশ্রম করা

আমাদের জীবনে কি রকম কাজ করা উচিত? আমাদের কি উচিত বিশ্রাম রকম জীবনধারণ, না পরিশ্রম? অবশ্যই উত্তর হয় উভয়।

কিন্তু আমাদের মধে কে সত্যই পরিশ্রম করছে প্রভুর পক্ষে? আমার মনে হয় এটা একটা বিরল কীর্তি। সাধারণত আমরা একটু কাজ করি, একটু বিশ্রিম নিই, একটু চা খাই, একটু সিনেমা দেখি, ইতাদি।

বিনোদন নিয়ে কোনও সমসা নেই, সেই আমার অর্থ নয়। আমার কথার উদ্দেশ্য এই যে আমাদের জীবন দিয়ে একদম পরিশ্রম করা উচিত। বিভ্রান্ত মন ঠিক করে, সর্গীয় কাজের দিকে ফিরতে হবে আবার। দিন রাট পরিশ্রম করা, সদাপ্রভুর রাজ্যের জন্য।

এই কি দেখতে? একের পক্ষে এক রকম দেখতে, অন্যের পক্ষে আরেক রকম দেখবে। যিশু খ্রিস্টের ডাক আপনার জীবনে কি? তা নিয়ে আরম্ভ করে চলে যাবে। যেমন আমরা আমাদের ডাকে চলে যাই, তেমনই আমরা বুঝতে পারব ঠিক যেভাবে আমাদের পরিশ্রম করা উচিত। আমার পক্ষে সেটা দেখতে বাংলা ভাষায় প্রচার অসুস্থদের সুস্থ করা। শিষ্যদের গঠন করা।

(একটা অদ্ভুত ঘটনা ঠিক ঘটেছে: আমি যেমন উপরোক্ত বাক্য লিখছিলাম আমার ল্যাপটপ নোটপাডে, আমি দুর্ঘটনাক্রমে আরেকটা নোটে ক্লিক করলাম যে কয়েক বছর আগে লিখলাম বেক্তিগত সর্গীয় লক্ষ্য বিষয়ে। চমৎকার স্মৃতিজনক কাকতালীয়।)

আপনার যদি একদম কোনও ধারণা নেই আপনার নির্দিষ্ট ডাক বিষয়ে, তবে এই আপনার প্রথম কয়েক ধাপ হয়:

) প্রার্থনা করবেন

) বাইবেল পড়বেন

) ঈশ্বর প্রতিবেশীকে ভালবাসতে শিখবেন

এই তিন কাজ সর্বান্তঃকরণে নিজেকে নিবেদন করলে, আপনার নির্দিষ্ট ডাক শীঘ্রই আগত হবে।

প্রভু যিশু খ্রিস্ট আপনাদেরকে আশীর্বাদ করুন।