শান্তির বিষয়ে বাইবেলের পদ
শান্তি সম্পর্কে কী আপনার বাইবেলের সত্য জানা দরকার? এখানে আছে অনেক শাস্ত্র তার বিষয়ে।
বাইবেলের পদ
যদি আপনি কোনো পরিস্থিতির মাধমে যাচ্ছেন যে আপনাকে কষ্ট দেয়, তবে এটা গুরুতপূর্ণ হয় তাঁর বাক্যের উপর আপনার মন স্থির করতে। আমরা তার বাক্য বিশ্বাস করলে, তাঁর শক্তি আমাদের রক্ষা করে। ঈশ্বরের গৌরব হোক!
ফিলিপীয় ৪:৬
কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও।
ফিলিপীয় ৪:৭
এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
১ পিতর ৫:৭
তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।
যোহন ১৬:৩৩
“আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”
২ থিষলনীকীয় ৩:১৬
শান্তিদাতা প্রভু নিজে সব সময় সব রকমে তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সংগে থাকুন।
যিশাইয় ২৬:৩
যার মন তোমার উপর স্থির আছে তাকে তুমি পূর্ণ শান্তিতে রাখবে, কারণ সে তোমার উপর নির্ভর করে।
যোহন ১৪:২৬
সেই সাহায্যকারী, অর্থাৎ পবিত্র আত্মা যাঁকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন।
যোহন ১৪:২৭
“আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি; জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে।
কলসীয় ৩:১৫
খ্রীষ্ট যে শান্তি দেন সেই শান্তি তোমাদের অন্তরে থেকে তোমাদের পরিচালনা করুক। শান্তিতে থাকবার জন্যই তো তোমাদের সবাইকে একদেহ হিসাবে ডাকা হয়েছে। তোমরা কৃতজ্ঞ থাক।
মথি ৫:৯
লোকদের জীবনে শান্তি আনবার জন্য যারা পরিশ্রম করে তারা ধন্য, কারণ ঈশ্বর তাদের নিজের সন্তান বলে ডাকবেন।
আমাদের যোগাযোগ করুন:
shushomachar@gmail.com