অলৌকিক ঘটনা রাত্রিতে (খ্রিস্টান জীবনের ঘটনা)

কয়েক বছর আগে আমি প্রতি রাট প্রার্থনায় কেটেছিলাম। মানে সন্ধা থেকে ভোর বেলা পর্যন্ত আমি নিরত প্রার্থনা করছিলাম। সাধারণত ‘প্রেয়িং ইন টঙ্গুস’, অর্থাৎ আত্মিক ভাষায় কোথা বলছিলাম। (যিহূদা ১:২০)

এক স্বাভাবিক রাত্রিতে আমি এইরকম করছিলাম। হয়তো চারটা সকালে পর্যন্ত আমি বাইবিল অডিওতে শুনছিলাম ও প্রার্থনা করছিলাম। এই নির্দিষ্ট রাত শনিবার ছিলো, ঘুমাতে গিয়েছিলাম রবিবার ভোরে।

আমার চার্চ সার্ভিস, মানে মণ্ডলীর সভা সকালে ১১তা বাজে ছিলো, তাই আমি সেই সময় উপস্থিত ছিলাম। সভার শেষে আমার বন্ধু আমার কাছে এসেছিল ও জিজ্ঞেস করেছিল ‘তুমি কি করছিল গত রাতে প্রায় চারটা বাজে?’

অবশ্যই এই রকম প্রশ্ন একটু অদ্ভুত। যাই হোক, আমি তাকে বলেছিলাম যে আমি প্রার্থনা করছিলাম ও অডিও বাইবেল শুনছিলাম। প্রশ্ন করেছিলাম তাকে, ‘কেন এই প্রশ্ন?’।

সে আমাকে বলেছিল যে গত সপ্তাহ ধরে সে শয্যাশায়ী হয়ে যাছে। কিন্তু এই রাত্রিতে প্রায় চারটা ভোরে সে আমাকে দেখেছিল তার শয়নকক্ষে ঢুকে হেঁটে তার উপর হস্তার্পণ করা। এই শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এখন তার বিষয়ে যদি চিন্তা করি তবে আমি যিশুর গৌরব করি। চমৎকার কাজ।

আমি শারীরিকভাবে তার শয়নকক্ষে ছিলাম না। অবশ্যই এটা একটা আত্মিক দর্শন ছিলো। যখন আমি প্রার্থনা করছিলাম, তখন পবিত্র আত্মা আমার প্রার্থনা ব্যবহার করে আমার বন্ধুর উপর তাঁর আরোগ্য শক্তি ঢেলে দিয়েছিলেন। হতে পারে যে আমার আত্মা তার কক্ষে ছিলো, কিন্তু আমার কোনও চেতনা নেই তার বিষয়ে।

“অন্তর্যামী ঈশ্বরই জানেন আত্মা কি চান, কারণ তিনি ঈশ্বরের ইচ্ছানুযায়ী ঈশ্বরের প্রজাবৃন্দের পক্ষে আবেদন করেন” - রোমীয় 8:27

আমরা যখন আত্মিক ভাষায় প্রার্থনা করি (প্রেয়িং ইন টঙ্গুস করি), তখন পবিত্র আত্মা আমাদের প্রার্থনা ব্যবহার করে তাঁর ইচ্ছা পূরণ করেন পৃথিবীতে। যে কেউ তাঁর সাহাজের দরকার আছে, যদি পৃথিবীতে কেউ আছে যে বিশ্বাসে প্রার্থনা করতে পারে, তবে যিশু খ্রিস্টের আত্মা সেই মানুষের প্রার্থনা ব্যবহার করবেন। শুধু বিশ্বাস কর।